• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইতালিতে ভূমিকম্পে মৃত ১, আহত ২৫

প্রকাশিত: ০৬:২৫, ২২ আগস্ট ২০১৭

আপডেট: ০৬:২৫, ২২ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
ইতালিতে ভূমিকম্পে মৃত ১, আহত ২৫

ইতালির উপকূলীয় নেপলস শহরে ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, গীর্জাসহ বেশ কিছু স্থাপনা। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ২৫ জন। চার দশমিক শুন্য মাত্রার এ ভূমিকম্পে ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছে বেশ কয়েকজন। সোমবার সন্ধ্যায় নেপলস থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসচিয়া দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি। মার্কিন ভূতত্ত্ব জরিপ অনুযায়ী, ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো পাঁচ কিলোমিটার গভীরে। দ্বীপটিতে অন্তত ৬৪ হাজার মানুষের বসবাস। তবে গ্রীষ্মকালে এ সংখ্যা বেড়ে যায়। এ সময় হাজারো পর্যটক ভীড় করে সেখানে। ভূমিকম্পটি খুব একটা শক্তিশালী না হলেও এতে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। পুরাতন ভবনের বেশিরভাগই বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ঘরবাড়ির নীচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় বেশিরভাগ অধিবাসীকে ফেরি ও হেলিকপ্টারে নেপলসে নেয়া হচ্ছে। দ্বীপটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন: