সর্বস্তরের মানুষের কান্নার নোনাজল আর শ্রদ্ধায় ভাসলেন নায়করাজ রাজ্জাক
সর্বস্তরের মানুষের কান্নার নোনাজল আর শ্রদ্ধায় ভাসলেন নায়করাজ রাজ্জাক। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো ভক্ত-অনুরাগী শেষবারের মত বিদায় জানান বাংলার কিংবদন্তী এ প্রবাদপুরুষকে। এর আগে, তার কর্মস্থল এফডিসিতে নায়করাজের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
এই এফডিসিতেই যে কত হাজারবার পা রেখেছেন তার কোন হিসেব নেই । তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য নায়করাজ রাজ্জাক বারবার ছুটে এসেছেন এখানে। শেষবারের মত এলেন নিথর দেহে, সবাইকে কাঁদাতে। কাঁদলেনও সবাই, কেউ বোবা কান্না আবার কেউবা কেঁদেছেন অঝোর ধারায়। কাঁদবেনই না কেন, ভাল অভিনেতার পাশাপাশি রাজ্জাক যে ছিলেন একজন ভালো মানুষও ।
শক্তিমান এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারাদেশে। প্রথম জানাযায় অংশ নিয়ে সে কথাই বারবার উঠে আসে সহকর্মীদের মুখে । এফডিসির পর শহীদ মিনারে নেয়া হয় রাজ্জাকের মৃতদেহ । সর্বস্তরের মানুষের ঢলেই বোঝা যায় কতটা জনপ্রিয় ছিলেন এই মহানায়ক ।
শুধু একবার দেখার জন্য ভক্তকুলের আকুলতা ছিল চোখে পড়ার মত। সবশেষ গুলশান আজাদ মসজিদে রাজ্জাকের ২য় জানাযা। এরপরই বনানী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হবেন লাখো হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নেয়া চিরসবুজ নায়ক রাজ্জাক ।
মন্তব্য করুন: