প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত এইচ ই মাসাতো ওতানাবেল প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলাপ করেন।
বাংলাদেশে দায়িত্ব পালন কালে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জাপানের রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি-জামাত-শিবিরের পেট্রোল বোমা হামলা ও সহিংসতায় নিহতদের পরিবার ও আহতদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য করুন: