পাবনায় দু'টি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত
পাবনার সুজানগরের চীনাখড়া এলাকায় দু'টি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫জন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন-শ্যামলী বাসের হেলপার সিরাজগঞ্জের মিন্টু হোসেন, রাজশাহীর বাঘার নৃপেন্দ্রনাথ সরকার ও পাবনার সুজানগরের দরিয়াপুর গ্রামের আয়েন উদ্দিন। আহতদের মধ্যে ১৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চীনাখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা পাবনাগামী সাদ্দাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় দুপুর পৌনে একটার দিকে বাস দু’টি উদ্ধার করা হয়।
মন্তব্য করুন: