দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি
দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি। কাল, ঘরের মাঠে এভারটনের কাছে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। এভারটনের পক্ষে ওয়েন রুনি গোল করে প্রিমিয়ার লিগে স্পর্শ করেন ২০০ গোল মাইলফলক।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আধিপত্য তুলে নেয় পেপ গার্দিওলার ম্যানসিটি। কিন্তু, ৩৪ মিনিটে দাভিদ সিলভার শট পোস্টে লাগলে পরের মিনিটেই এভারটনকে এগিয়ে নেন ওয়েন রুনি। এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্রি-ট্রান্সফারে কৈশোরের ক্লাবটিতে যোগ দেয়া ইংল্যান্ড স্ট্রাইকার প্রিমিয়ার লিগে ছুঁয়ে ফেলেন ২০০ গোল মাইলফলক।
সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার অ্যালান শিয়েরার প্রথম এই কীর্তি গড়ে লিগে করেছেন সর্বাধিক ২৬০ গোল। বিরতির ঠিক আগে ম্যানসিটি ডিফেন্ডার কাইল ওয়াকার দুই হলুদে লাল কার্ড দেখলেও আক্রমনে ধার কমেনি স্বাগতিকদের।
বিরতির পর গ্যাব্রিয়েল জেসুসের বদলি নামা রাহিম স্টার্লিং ৮২ মিনিটে গোল করে সমতায় ফেরান সিটিকে। এরপর, সিটির আক্রমন রুখেই সন্তুষ্ট থাকে অতিথি দল। তবে, ৮৮ মিনিটে মিডফিল্ডার মর্গান দুই হলুদে লাল কার্ড দেখলে ধাক্কা খায় তারাও।
মন্তব্য করুন: