• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র করলে তার ফল ভালো হবে না- হানিফ

প্রকাশিত: ১১:২৮, ২২ আগস্ট ২০১৭

আপডেট: ১১:২৮, ২২ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র করলে তার ফল ভালো হবে না- হানিফ

কারো কথায় বিভ্রান্ত হয়ে প্রধান বিচারপতি সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র করলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে সাংবিধানিক পদে বসে শপথ ভঙ্গ করলে জনগণ তা সহ্য করবে না। প্রধান বিচারপতি বিচারবিভাগকে জনগণের মুখোমুখি করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এসময় ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হলে বিএনপির অনেক নেতাকেই কান্না করতে হবে বলেও জানান হানিফ। অন্যদিকে , আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করছে বিএনপি। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মন্তব্য করুন: