• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…

প্রকাশিত: ১১:৩৫, ২২ আগস্ট ২০১৭

আপডেট: ১১:৩৫, ২২ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…

১. মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে জেলা পরিষদ। এদিকে, রংপুরের গঙ্গাচড়ার চর এলাকায় বানভাসীদের ত্রাণ সামগ্রী দিয়েছে রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ। ২. এমপিও ভুক্তি ও অনার্স মাস্টার্সে জনবল কাঠামোর আওতায় অর্ন্তভুক্তির দাবিতে মানববন্ধন করেছে খুলনার বেসরকরী কলেজের শিক্ষকরা। দুপুরে খুলনা জেলা নন এমপিওভুক্ত কলেজের শিক্ষকরা পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি করে। ৩. ঝিনাইদহে পাটের দাম মণপ্রতি ২৫'শ টাকার দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। সকাল ১১টার দিকে স্বাধীন কৃষক সংগঠনের ব্যানারে এই কর্মসূচি হয়। বক্তারা বলেন, প্রতিমণ পাট উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ১২’শ থেকে ১৪’শ টাকা কিন্তু বর্তমানে পাটের দাম ১৫’শ টাকারও কম। ৪. ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ সদর উপজেলা শাখা। একই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে বাগেরহাটের চিতলমারীর শ্রীরামপুরে। অন্যদিকে, খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪২ত সাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। একই লক্ষ্যে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী বাজারে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করেছে যুবলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট জামিল হাসান দূর্জয়। অন্যদিকে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নে ২১আগস্ট উপলক্ষে আলোচনা সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। ৫. নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দরের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের তিনজনকে গ্রেফতার করেছে RAB-১১। গ্রেফতারকৃতরা হলো- আবদুর রহমান ওরফে রুবেল, সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিস এবং ইমাম হোসেন ওরফে রফিক। ৬. কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালু, কৃষি অর্থনীতি গ্র্যাজুয়েটদের চাকুরির ক্ষেত্রে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। দুপুরে কৃষি অর্থনীতি ছাত্র আন্দোলন পরিষদ এর আয়োজন করে। ৭. দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শপথ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী। সকালে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি হয়। ৮. কক্সবাজার শহরে তীব্র যানজট ও সড়কের বেহাল পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন করেছে কক্সবাজারের তিনটি সংগঠন। কক্সবাজার নাগরিক আন্দোলন পরিষদ, কক্সবাজার সোসাইটি, সম্মিলিত সামাজিক আন্দোলনের ব্যানারে দুপুরে কক্সবাজার পৌরসভা প্রাঙ্গনে এ মানববন্ধন হয়। ৯. বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মেহেরপুরের গাংনীতে ২০ হাজার তাল গাছের বীজ বিতরণ করা হয়েছে। এগুলো উপজেলার বিভিন্ন স্থানে রোপণ করা হবে।

মন্তব্য করুন: