আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সিরাজ মাতুব্বর গ্রেফতার
একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সিরাজ মাতুব্বরকে গ্রেফতার করেছে RAB-৮। দীর্ঘদিন যাবৎ চক্রটি লিবিয়া, ইটালী, স্পেন ও গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকরির লোভ দেখিয়ে মানবপাচার করে আসছে।
মাদারীপুরে RAB-র ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এই চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইটালীতে সমভাবে সক্রিয় রয়েছে বলে জানান মাদারীপুরের এর কোম্পানী কোমান্ডার মেজর. মো. রাকিবুজ্জামান।
আর তাদেরই একজন RAB-৮ গোপন সংবাদের ভিত্তিতে ২১শে আগষ্ট সোমবার জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ধয়াটী গ্রাম থেকে সিরাজ মাতুব্বরকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে মানবপাচারের মাধ্যমে অর্জিত টাকা ব্যাংকে জমার রশিদ, ষ্টাম্পে লিখিত চুক্তিনামাসহ বিভিন্ন দালিলিক প্রমাণপত্র উদ্ধার করা হয়।
মন্তব্য করুন: