অন্তিম শয়ানে শায়িত হলেন নায়করাজ রাজ্জাক
অন্তিম শয়ানে শায়িত হলেন নায়করাজ রাজ্জাক। আজ সকাল সোয়া দশটার দিকে বনানী কবরস্থানে দাফন করা হয় তাঁর মরদেহ। এর আগে, গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো ভক্ত-অনুরাগী শেষবারের মত বিদায় জানান বাংলার কিংবদন্তী এ প্রবাদপুরুষকে। শক্তিমান এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারাদেশে।
সে কথাই বারবার উঠে আসে সহকর্মীদের মুখে। এফডিসিতে জানাযার পর শহীদ মিনারে নেয়া হয় রাজ্জাকের মরদেহ। সর্বস্তরের মানুষের ঢলেই বোঝা যায় কতটা জনপ্রিয় ছিলেন এই মহানায়ক। শুধু একবার দেখার জন্য ভক্তকুলের আকুলতা ছিল চোখে পড়ার মত। সবশেষ গুলশান আজাদ মসজিদে হয় রাজ্জাকের দ্বিতীয় জানাযা।
মন্তব্য করুন: