বোরো ধানের পর এবার আমন- আউশ ধানেও বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে
বোরো ধানের পর এবার আমন- আউশ ধানেও বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে। দেশের উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেতও। শুধু লালমনিরহাট জেলাতেই ৩১ হাজার একশ' হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়। এরমধ্যে, প্রায় ১৫ হাজার হেক্টর রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারনে সংকটে পড়েছেন গরুর খামারীরা। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়কে সাথে নিয়ে সিকান্দার রেমানের রিপোর্ট। ছবি তুলেছেন, এম সেলিম।
এক মৌসুমে দ্বিতীয় দফা বন্যা। তলিয়েছে বাড়ি-ঘর, ডুবেছে ফসলী জমি। যদিও পানি নেমে গেছে। কিন্তু হতাশ করেছে কৃষকদের। বেশিরভাগ বীজতলাই নষ্ট হয়ে গেছে। যাও কিছু বাকি আছে, তার ওপর বালুর আস্তরন ধানের ফলন কমিয়ে দেবে- বলছেন কৃষক।
উত্তরাঞ্চলের সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। থাকার জায়গা নিয়ে সংকট, তার ওপর ঋনের বোঝা- এবার কৃষকদের হতাশায় ডোবাচ্ছে। একটু সচ্ছলতার আশায় বছরজুড়ে যারা গরু লালন-পালন করেছেন, তারাও পড়েছেন বিপাকে। গো-খাদ্যের অভাবের পাশাপাশি বাড়িতে গরু রাখার জায়গা সংকটের কারণে কম দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকেই। তবে পথের দুরত্ব ও বাহন সংকটের কারণে অনেকেই গরু আনতে পারছেন না হাটে।
মন্তব্য করুন: