• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…

প্রকাশিত: ১১:২৭, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ১১:২৭, ২৩ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…

১. কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ। দুপুরে সদরের হলোখানা ইউনিয়নের এক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক বন্যা দুর্গতদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী তুলে দেন স্বাচিপ'র মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। এদিকে, কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার্ত এক হাজার পরিবারকে এক মাসের ত্রাণ সহায়তা দিয়েছে ব্যুরো বাংলাদেশ। ২. বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন। এদিকে, জেলার শাহজাহানপুর উপজেলা বিএনপিও ত্রাণ দিয়েছে বানভাসীদের। ৩. ফরিদপুরের চরনাসিরপুর ও দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন চরের বন্যার্তদের মাঝে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ। এদিকে, জামালপুরের ইসলামপুরের চরনন্দন ও পূর্ববামনা এলাকার দুই হাজার বানভাসী পরিবারের মাঝে এসিই কনসালট্যান্ট লিমিটেডের কর্মচারীদের একদিনের বেতন থেকে ত্রান দেয়া হয়েছে। অন্যদিকে, মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার বানভাসী মানুষের মাঝে ত্রাণ দিয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস, এম জাহিদ। ৪. জয়পুরহাটের দোঁগাছী ইউনিয়নের তিনটি গ্রামের পাঁচ শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন। এদিকে, লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল, খাবার স্যালাইন, সাবানসহ বিভিন্ন সামগ্রী ত্রাণ দিয়েছে ‘ব্যুরো বাংলাদেশ’। ৫. স্বাস্থ্য সেবায় চট্টগ্রাম বিভাগে ১ম এবং সারাদেশে ২য় হয়েছে কুমিল্লায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ দুপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। ৬. চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী এবং আমেরিকান চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে দুইদিনের গোল টেবিল বৈঠক হয়েছে। দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স জয়েল রেইফম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম। ৭. মাদক ও চোরাচালানবিরোধী এক সুধী সমাবেশ হয়েছে আজ বেনাপোলের পুটখালী সীমান্তের প্রাইমারি স্কুল মাঠে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম। ৮. খাগড়াছড়িতে সেন্টার ফর কমিউনিটি ডেভলেপমেন্ট রিসার্চ-সিসিডিআর এর স্বত্বাধিকারী জাহেদুল আলমের বিরুদ্ধে, দুই হাজার গ্রাহকের সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদ সম্মেলন ও মাবনববন্ধন করেছেন প্রতারিত গ্রাহক ও কর্মীরা। সকালে জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

মন্তব্য করুন: