• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাইকোর সঙ্গে চুক্তি বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট

প্রকাশিত: ০৯:৩১, ২৪ আগস্ট ২০১৭

আপডেট: ০৯:৩১, ২৪ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
নাইকোর সঙ্গে চুক্তি বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট

বাপেক্স ও পেট্রোবাংলার সাথে কানাডীয় কোম্পানী নাইকোর করা চুক্তি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সাথে তাদের সব সম্পত্তি সরকারের অনুকুলে ন্যস্ত করারও আদেশ দেয় আদালত। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলের চুড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন। দুর্নীতির আশ্রয় নিয়ে চুক্তিগুলো করা হয়েছে - এমন পর্যবেক্ষন দিয়ে হাইকোর্ট চুক্তি দু'টি বাতিলের আদেশ দিয়েছে বলে সাংবাদিকদের জানান রিটকারীর আইনজীবী তানজীব উল আলম। ছাতক গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনের জন্য ২০০৩ সালে নাইকোর সাথে চুক্তি করে বাপেক্স। পেট্রোবাংলা ২০০৫ সালে ফেনী থেকে উত্তোলিত গ্যাস ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তি করে নাইকোর সাথে। নাইকোর সাথে করা চুক্তি দু'টি বাতিল চেয়ে ২০১৬ সালে রিট করেন অধ্যাপক শামসুল আলম। এদিকে, সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন করে কোন শিল্প প্রতিষ্ঠান স্থাপন না করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের আরেকটি বেঞ্চ। একই সাথে এ পর্যন্ত যে সব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার তালিকা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে।

মন্তব্য করুন: