শেষ মুহুর্তে জমজমাট রাজধানীর গরুর হাটগুলো
রাত পোহালেই ঈদ। শেষ মুহুর্তে জমজমাট রাজধানীর গরুর হাটগুলো। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে মুখর বিভিন্ন হাট। হাটে পর্যাপ্ত পশু রয়েছে আর সাধ্যমতো দামে কিনতে পারায় স্বস্তি জানিয়েছেন ক্রেতারা।
কেনাবেচার শেষ দিনেও দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে আসছে পশু। গেল কয়েকদিন ক্রেতারা হাট ঘুরে শুধু দাম যাচাই বাছাই করেন। তবে সকাল থেকে পছন্দের গরু কিনতে ভীড় জমতে থাকে রাজধানীর হাটগুলোতে।
শেষ মুহূর্তে দাম বাড়ার অপেক্ষায় থাকলেও বিক্রেতারা কম দামের ছাড়ছেন তাদের পশু। তবে দাম নিয়ে ভিন্নমত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। হাটের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
মন্তব্য করুন: