• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খুলনায় ৪০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

প্রকাশিত: ১৪:০০, ৬ জুলাই ২০২১

আপডেট: ১৩:১১, ১৪ জুলাই ২০২১

ফন্ট সাইজ
খুলনায় ৪০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। ফলে খুলনা বিভাগে প্রাণহানি ১ হাজার ৩০০ ছাড়ালো। সেই সংগে খুলনা বিভাগে আগের সকল রেকর্ড ভংগ করে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের।

এর আগে সোমবার (০৫ জুলাই) খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৪৭০ জনে। সেদিনই সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (০৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় মৃত ৪০ জনের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। ১৩ জনের মৃত্যু  কুষ্টিয়ায়, যশোরে ৬ জন, মেহেরপুরে ৩জন এবং ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৯ জন। মারা গেছেন ১ হাজার ৩০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৪৭ জন।

বিভি/এএন

মন্তব্য করুন: