• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাদ্রাসার প্রধান শিক্ষকদের বেতন বাড়ছে 

প্রকাশিত: ১৬:৩৫, ২৩ মার্চ ২০২১

আপডেট: ১৬:৩৯, ২৩ মার্চ ২০২১

ফন্ট সাইজ
মাদ্রাসার প্রধান শিক্ষকদের বেতন বাড়ছে 

দেশের সব ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন। এপ্রিল মাস থেকে এই বিষয়ে অনলাইনে আবেদন গ্রহণের পরিকল্পনা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (২৩ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদফতর সূত্রে এই তথ্য জানা গেছে। ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানা গেছে, ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন সুবিধা ভোগ করতে পারছেন না। সংশোধিত নীতিমালায় ১১তম গ্রেডে বেতন পাওয়ার কথা থাকলেও তারা ১৫তম গ্রেডে বেতন পাচ্ছেন।

মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন পাচ্ছেন না। সংশোধিত নীতিমালায় ১১তম গ্রেডে বেতনের কথা বলা হলেও ১৫ তম গ্রেডে বেতন পাচ্ছেন। যদিও আড়াই বছর আগে জারি হওয়া এমপিও নীতিমালায় তাদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়।

নীতিমালা অনুসারে, শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার আদেশ জারি হয় এক বছর আগে। তারপরও সেই আদেশ বাস্তবায়ন হয়নি। পরে মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধন করে গত বছরের ২৩ নভেম্বর মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত এমপিও নীতিমালা জারি করার পরেও মাদ্রাসার প্রধান শিক্ষকদের বেতন প্রদানে জটিলতা থেকেই যাচ্ছিলো। এই কারণে ফের গত ২৪ ফেব্রুয়ারি ১১তম গ্রেডে বেতন দিতে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

ওই আদেশে বলা হয়, মাদ্রাসার ইবতেদায়ি প্রধানদের ১৫ গ্রেডের পরিবর্তে ১১ গ্রেডে এমপিও দেওয়ার বিষয়ে মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2