• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যেভাবে দুদকে অভিযোগ করবেন

প্রকাশিত: ১৬:০০, ২৩ এপ্রিল ২০২১

আপডেট: ১৬:০৬, ২৩ এপ্রিল ২০২১

ফন্ট সাইজ
যেভাবে দুদকে অভিযোগ করবেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ বিবরণসহ কমিশনের চেয়ারম্যান, পরিচালক বিভাগীয় কার্যালয়, উপ-পরিচালক সমন্বিত জেলা কার্যালয়ে ডাকযোগে অভিযোগ দাখিল করা যাবে। এছাড়া অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ এ টোল ফ্রি টেলিফোনের মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে। এক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। 
 
দুদকে অভিযোগ দায়েরের ছক
# অভিযোগের বিবরণ ও সময় কাল
# অভিযোগের সমর্থনে তথ্য-উপাত্ত এর বিবরণ
# অভিযুক্ত ব্যক্তির নাম, পদবী ও ঠিকানা এবং
# অভিযোগকারী (যদি থাকে) নাম, ঠিকানা ও টেলিফোন নম্বরসহ অভিযোগ দাখিল করতে হবে।

অভিযোগ জানানোর উপায়
টেলিফোন বা মোবাইল নম্বর থেকে দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ এ টোল ফ্রি টেলিফোনের মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে। আর লিখিত অভিযোগ জানানো যাবে
# চেয়ারম্যান/কমিশনার, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুন বাগিচা, ঢাকা'  বরাবর
# বিভাগীয় পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয় 
# ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহ' বরাবর
# উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন,  সমন্বিত জেলা কার্যালয় (অপরাধটি যে সমন্বিত জেলা কার্যালয়ের অধীন সংঘটিত)' বরাবর
# ই-মেইল: chairman@acc.org.bd ও
# কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজ (Anti-Corruption Commission - Bangladesh) অভিযোগ দায়ের করা যাবে।

অভিযোগ বাছাই পদ্ধতি
কিছু মানদণ্ডের ওপর ভিত্তি করে দুদকে আসা অভিযোগ বাছাই করা হয়। এগুলোর মধ্যে রয়েছে- অভিযোগটি দুদকের তফসিলভুক্ত কি না; যিনি অভিযোগ করেছেন, তার পরিচয়, নাম-ঠিকানা, টেলিফোন নম্বর যথার্থ কি না; সেটা যাচাইয়ের পাশাপাশি অভিযোগটি সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ কি না; শত্রুতা অযথা হয়রানির উদ্দেশে অভিযোগটি দেওয়া হয়েছে কি না; যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার দপ্তর, দাপ্তরিক মর্যাদা, বর্ণিত অপরাধ করার ক্ষমতা ও সুযোগ আছে কি না; অভিযোগটি নিয়ে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ ও দুর্নীতি দমন বিধিমালা-২০০৭ মোতাবেক কাজ শেষে আদালতে অপরাধ প্রমাণ করা যাবে কি না; প্রমাণে কী পরিমাণ অর্থ, শ্রম, মেধা, সময় ও উপকরণ প্রয়োজন হবে ইত্যাদি।

[media type="image" fid="134288" layout="normal" caption="1" infograph="1" parallax="0" popup="1"][/media]

কোন অপরাধ বা কার বিষয়ে অভিযোগ দায়ের করা যাবে
কোন কোন অপরাধ তফসিলভুক্ত সেগুলো জেনে অভিযোগ জমা দেওয়া উচিত। দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যে রয়েছে-
# সরকারি দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ বা উপঢৌকন নেওয়া।
# বাংলাদেশের যেকোনো নাগরিক যদি বেআইনিভাবে নিজ নামে কিংবা বেনামে অবৈধ সম্পদ অর্জন করেন।
# ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারি যদি সরকারি অর্থ বা সম্পত্তি আত্মসাৎ কিংবা ক্ষতিসাধন করেন।
# সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি অনুমতি ছাড়া ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন।
# সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা করেন।
# দুর্নীতি ও ঘুষ থেকে উদ্ভূত অর্থ পাচারসংক্রান্ত অপরাধ।
# ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতারণা জাল-জালিয়াতি ইত্যাদি কাজ।
# এ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী ঘুষ দাবি করলে ঘুষ দেওয়ার আগেই তথ্যটি দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ দুদক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে ঘুষ বা উৎকোচ গ্রহণকারীকে ফাঁদ পেতে হাতেনাতে ধরার ব্যবস্থা নেওয়া হয়।

জানা যায়, দুদকের বিধিমালা-২০০৭ অনুযায়ী কমিশনে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দায়ের ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। দুদকে আসা প্রতিটি অভিযোগ প্রাপ্তি স্বীকার করা হয়। তারপর যাচাই-বাছাই করার ক্ষেত্রে প্রথমে তারিখসহ ক্রমিক নম্বর দেওয়া হয়। এরপর যাচাই-বাছাই কমিটি প্রতিটি অভিযোগের গ্রেডিং নম্বর দিয়ে থাকে। এই গ্রেডিং নম্বরের তিন ভাগ রয়েছে। একটি নির্দিষ্ট নম্বর না পেলে সেই অভিযোগটি আমলে নেওয়া হয় না। এর পরের ধাপের নম্বর পেলে সেই অভিযোগ জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিবেচনা করে সংশ্লিষ্ট দফতর ও সংস্থার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঠানো হয়। এছাড়া সবশেষ ধাপের নম্বর পেলে সেই অভিযোগগুলো আমলে নিয়ে অনুসন্ধান ও পরবর্তী কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়।

বিভি/এইচকে/এওয়াইএইচ 

মন্তব্য করুন: