• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজধানীতে সংখ্যা বাড়ছে দোকান ও মার্কেট খোলার

প্রকাশিত: ১৪:১২, ১২ মে ২০২০

আপডেট: ১৪:১২, ১২ মে ২০২০

ফন্ট সাইজ
রাজধানীতে সংখ্যা বাড়ছে দোকান ও মার্কেট খোলার

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে প্রতিদিনই রাজধানীতে সংখ্যা বাড়ছে দোকান ও মার্কেট খোলার। মঙ্গলবারও খুলছে বেশকিছু মার্কেট। একই সাথে ধীরে ধীরে বাড়ছে ক্রেতার সংখ্যাও। যদিও দোকানীদের এখন মুল দুশ্চিন্তা ক্রেতা উপস্থিতি নিয়েই। ১০ মে মার্কেট খোলার সরকারি অনুমতি মিললেও, এখনও খোলেনি রাজধানীতে অনেক দোকান ও মার্কেট। তবে খোলার সে সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবারও চোখে পড়ে অনেক মার্কেটের সামনে জীবানুমুক্ত কক্ষ তৈরি কাজ। প্রায় দেড় মাস পর দোকান খোলায়, পণ্য সাজানোর তৎপরতা চোখে পড়বে অনেক দোকানেই।

খোলা মার্কেটগুলো সামনে করোনা ঝুঁকিমুক্ত কমানোর তৎপরতা রয়েছে। তবে এর বাইরে নয় ছোট দোকানগুলোও। দোকানী বলছেন, ক্রেতা উপস্থিতি একেবারেই কম। এটিই এখন সবচে মাথা ব্যাথার কারণ তাদের।  দোকানে আসা ক্রেতারা বেশিরভাগ বলছেন, নিজেদের না হলেও পরিবারের ছোট সদস্যের জন্য চাই ঈদের কাপড়। এদিকে, শুরুতে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে না পারায়, আজিজ সুপার মার্কেট খুলোর অনুমতি ছিল না। তাই দুই দিন বাদে মঙ্গলবার খুলছে মার্কেটটি।  সামনের দিনগুলোতে ক্রেতা উপস্থিতি না বাড়লে, দোকান বন্ধ হবার শঙ্কার কথাও জানালেন অনেক দোকানী।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2