৫৭ ধারা স্বচ্ছ ছিল না, ডিজিটাল নিরাপত্তা আইনে স্বচ্ছতা আনা হয়েছে: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৫৭ ধারা স্বচ্ছ ছিল না, ডিজিটাল নিরাপত্তা আইনে স্বচ্ছতা আনা হয়েছে। সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, রিপোর্ট সত্য হলে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না। সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। আবারো জানান, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এ নিয়ে সংলাপের কোন প্রয়োজন নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। বর্তমান সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে আসবে বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
মন্তব্য করুন: