• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে আরও টিকা দেবে জাপান

প্রকাশিত: ১৫:৪৭, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:৪৮, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বাংলাদেশকে আরও টিকা দেবে জাপান

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ফাইল ছবি।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগামী নভেম্বরে বাংলাদেশকে আরও টিকা দেবে জাপান।  

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে তিনি একথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশকে ইতিমধ্যে ৩০ লাখ টিকা অনুদান দিয়েছে। আগামী নভেম্বরে বাংলাদেশকে আরও টিকা দেবে জাপান।

ইতো নাওকি আরও বলেন, করোনা’র এই সময়ে বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করছে জাপান। করোনা মোকাবিলায় দুই দেশ একযোগে কাজ করছে, আগামীতেও করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিক্যাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তব্য দেন।

এর আগে বাংলাদেশকে কোভ্যাক্স-এর আওতায় ৩০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয় জাপান। 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: