মিষ্টি নিয়ে হাজির ভাতিজি, নিরাশ করলেন না চাচা তৈমূর

নানান কারণে নারায়ণগঞ্জ জেলা আলোচনায় থাকে। গতকাল রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী এবং সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা তৈমূর আলম খোন্দকার। নির্বাচনে আইভী বিজয়ী হয়েছেন। ভোটের পরদিনই সোমবার (১৭ জানুয়ারি) মিষ্টি নিয়ে চাচা তৈমূর আলম খন্দকার-এর বাসায় গেলেন ভাতিজি আইভী। চাচাও তাঁকে নিরাশ করেননি।
জানা যায়, বিকাল ৫টায় শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে পৌঁছান আইভী। এই সময় একে অন্যকে মিষ্টিমুখ করান এবং সবসময় আইভী’র পাশে থাকার ঘোষণা দেন তৈমূর আলম খোন্দকার।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে সদ্য অব্যাহতি পাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার পান ৯২ হাজার ৫৬২ ভোট।
রবিবার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ আনলেও আইভী সম্পর্কে কোনো মন্তব্য করেননি তৈমূর। ডা. সেলিনা হায়াৎ আইভী’র বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি তখন বলেছিলেন, আমি তাঁর বিষয়ে আগেও কিছু বলি নাই। এখনো কিছু বলবো না। খেলা হয়েছে সরকার বনাম তৈমূর আলম।
সোমবার সকালে আইভী গণমাধ্যমকে জানান, তিনি সকালেই তৈমূর আলম খন্দকারের বাসায় আসতে চেয়েছিলেন। তবে সেসময় তিনি বাসায় না থাকায় যেতে পারেননি।
এর আগে ২০১৬ সালের সিটি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরের দিন মিষ্টি নিয়ে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খান-এর বাড়িতেও গিয়েছিলেন আইভী।
২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার মেয়র পদে জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
বিভি/এইচকে/এসডি
মন্তব্য করুন: