• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডা. জাফরুল্লাহ চৌধুরী বললেন

৭ই মার্চের ভাষণে অনেকের ইনপুট আছে

প্রকাশিত: ১৫:০২, ৭ মার্চ ২০২২

আপডেট: ১৬:২৪, ৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
৭ই মার্চের ভাষণে অনেকের ইনপুট আছে

ফাইল ছবি

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ৭ই মার্চের ভাষণ কোন একক ব্যক্তির নয়। এই ভাষণে অনেকের ইনপুট আছে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রামসহ অনেক কিছু সিরাজুল আলম খানের লেখা।

জাতীয় প্রেসক্লাবে "মুক্তির কোন পথে কতোদূর, স্বাধীনতা কি সুরক্ষিত?" শিরোনামে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ একথা বলেন।

তিনি বলেন, নিত্যপন্যের দাম বেড়েই চলেছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। অথচ টিসিবি কম দামে পন্য দিচ্ছে বলে সরকার স্বস্তি পাচ্ছে।

ডা. জাফরুল্লাহ বলেন, টিসিবি থেকে পন্য নেয়া ভিক্ষাবৃত্তির সামিল। পন্যের দাম না কমিয়ে আরো এক কোটি মানুষকে টিসিবির পন্য দেয়ার ঘোষনা দিয়ে সরকার দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি আন্দোলন করতে চাইলে সেখানে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের দিয়ে প্রতিহত করছে। প্রধানমন্ত্রী দাম কমাতে চাইলেও পারছেন না বলে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

অনুষ্ঠানে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান  সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ সমমনা দলগুলোর নেতারাও বক্তব্য রাখেন।

 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2