• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দাম বাড়লেও দেশে খাদ্য সংকট হবে না

প্রকাশিত: ১৩:২৭, ৯ মার্চ ২০২২

আপডেট: ১৩:২৯, ৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দাম বাড়লেও দেশে খাদ্য সংকট হবে না

ফাইল ছবি

রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশের খাদ্যের উপর কিছুটা হলেও পড়বে, তবে সেক্ষেত্রে খাদ্য সংকট হবে না, বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। দেশে এখন চাহিদার তুলনায় সব ধরণের খাদ্য সামগ্রীর মজুদ বেশিই আছে জানিয়ে মন্ত্রী বলেন মার্চ এপ্রিলের দিকে চালসহ নতুন খাদ্যশস্য বাজারে আসবে। তখন সমস্যা আরও কেটে যাবে।।

তার আগে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের  সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-ফাও এর  মহাপরিচালক ছি দংয়ি'র নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠক শেষে মন্ত্রী আরও জানায় বাংলাদেশের কৃষি উন্নয়নে বিনিয়োগ করতে চায় ফাও।

আব্দুর রাজ্জাক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ইতিমধ্যে পরতে শুরু করেছে। বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়তে শুরু করেছে। বাংলাদেশেও পণ্যের দাম বাড়ছে। তবে আমাদের যে খাদ্য মজুত  এবং উৎপাদন তাতে খাদ্যের কোন সংকট বা হাহাকার হবেনা। 
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়ছে না, সরু চালের দাম বাড়ছে। কারণ মানুষের আয় বাড়ায় সরু চালের চাহিদা বেড়েছে। মোটা চাল এখনো ৪০-৪২ টাকা কেজি। 
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে মানুষের একটু কষ্ট হচ্ছে বলেও স্বীকার করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2