সারাদেশে নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ

কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ সেবন করে’ একই পরিবারের দুই শিশু মৃত্যু বরণ করে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ঔষধ প্রশাসন অধিদফতর। সারাদেশের পাইকারী ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ দিয়েছে ঔষধ প্রসাশন অধিদপ্তর।
রবিবার (১৩ মার্চ) ঔষধ প্রশাসন অধিদফতরের এক অফিস আদেশে বলা হয়েছে, বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের প্যারাসিটামল ১২০ মিলি গ্রাম ও ৫ মিলি গ্রাম সিরাপের (ব্যাচ নং ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণের তারিখ ১১/২০২৩) ওষুধ সেবন করে একই পরিবারের দুই শিশু মারা যাওয়ার খবর গণমাধ্যমে এসেছে।
এমতাবস্থায় দেশের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাকে নিজ নিজ এলাকায় পাইকারী ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ব্যাচের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করে প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরটরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিভি/এসআই/রিসি
মন্তব্য করুন: