• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ট্রাফিক ব্যবস্থাপনা সিটি করপোরেশনের অধীনে চান মেয়র আতিক

প্রকাশিত: ১৫:৪১, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ট্রাফিক ব্যবস্থাপনা সিটি করপোরেশনের অধীনে চান মেয়র আতিক

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা সিটি করপোরেশনের অধীনে চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

বুধবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা।  

ডিএনসিসি মেয়র বলেন, ‘রাস্তা সিটি করপোরেশনের, কিন্তু ট্রাফিক পুলিশ অন্য ডিপার্টমেন্টের। এই কারণে কোথাও নিয়ন্ত্রণ থাকছে না।’ তিনি বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। মান্ধাতার আমলের ট্রাফিক ব্যবস্থাপনা চলবে না।’

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থপতি মোবাশ্বের হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান অপু ও সাংবাদিক নেতা জাকারিয়া কাজলসহ অনেকে।

বিভি/এএন

মন্তব্য করুন: