• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ট্রাফিক ব্যর্থ তাই যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে আগ্রহী মেয়র

প্রকাশিত: ২০:১৪, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ট্রাফিক ব্যর্থ তাই যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে আগ্রহী মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘রাস্তা সিটি করপোরেশনের অথচ ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব অন্য ডিপার্টমেন্টের। এই কারণেই কোথাও নিয়ন্ত্রণ থাকছে না। আমি চাই নগরীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ডিএনসিসির অধীনে দিয়ে দেয়া হোক। এর ফলে আমরা সমন্বিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করতে পারবো।’

বুধবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। হাতের ইশারায় ট্রাফিক সিগন্যাল থেকে বেরিয়ে এসে লাইটিং এর মাধ্যমে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োগ করতে হবে।’

এসময় তিনি উল্লেখ করেন, ‘কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। এই উন্নয়ন কাজ সম্পন্ন করার মাধ্যমে এই নতুন এলাকাকে একটি মডেল টাউনে পরিনত করা হবে।’

সংগঠনের সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থপতি মোবাশ্বের হোসেন এবং অন্যান্য সিনিয়র সাংবাদিকরা।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2