• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকায় অনবদ্য জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দক্ষিণ আফ্রিকায় অনবদ্য জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

গেল ২০ বছরে কয়েকবার সফরে প্রাপ্তি শূন্য থাকলেও এবার সিরিজের প্রথম ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অনবদ্য এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে অধরা জয়ের আশাতেই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আগের দলগুলো যা পারেনি, সেটাই করে দেখালো তামিম ইকবালরা। এই বছর নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকায় এলো ঐতিহাসিক ওয়ানডে জয়ও। তাতে তিন ম্যাচের প্রথমটি জিতে ১-০ তেও এগিয়ে গেলো সফরকারী দল।

বিভি/এইচএস

মন্তব্য করুন: