• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

সুখী দেশের তালিকায় বাংলাদেশের ৭ ধাপ উন্নতি

প্রকাশিত: ১১:১৮, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সুখী দেশের তালিকায় বাংলাদেশের ৭ ধাপ উন্নতি

জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে শুক্রবার (১৮ মার্চ)। রিপোর্টে সুখী দেশের তালিকায় আগের চেয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। প্রকাশিত তালিকায় ১৪৬টি দেশের নাম রয়েছে। ফিনল্যান্ড যথারীতি সুখী দেশের তালিকায় নাম্বার ওয়ান, ২ দশমিক ৪০৪ পয়েন্টে আফগানিস্থান রয়েছে তালিকার সবচেয়ে কম সুখী দেশের তালিকায়। 

সুখী দেশের তালিকায় ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম অবস্থানে বাংলাদেশ। এরআগে গত বছর এ তালিকায় ১০১তম ছিল বাংলাদেশ। ২০১৯ সালে ১০৭তম অবস্থানে ছিল দেশটি। তালিকায় ভারত ১৩৬, পাকিস্তান ১২১, শ্রীলঙ্কা ১২৭ এবং নেপাল তালিকায় ৮৪তম স্থানে রয়েছে । 

শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড। তালিকাটি অর্তনৈতিক সচ্ছলতা, সামাজিক তথ্য এবং মানসিক সুখের উপর ভিত্তি করে তৈরি করে কর্তৃপক্ষ। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2