সমভোট-বন্ধঘোষিত ইউপিতে ভোটগ্রহণ চলছে

ফাইল ছবি
বিভিন্ন অনিয়মের কারণে বন্ধঘোষিত কেন্দ্র ও সমভোট পাওয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। সোমবার (২১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, ষষ্ঠ, সপ্তম ও অন্যান্য ধাপে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে বন্ধঘোষিত ও সমভোট পাওয়া ইউপিতে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বন্ধ ঘোষিত যেসব উইপিতে ভোটগ্রহণ চলছে:
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ০৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে এবং ০৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে; একই জেলা ও উপজেলার কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান পদে একটি কেন্দ্রে, ০১ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে, ০৩ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে, খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ০২টি ভোট কেন্দ্রে, ০২ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে, ০৬ এবং ০৭ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোট।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে ০১ টি ভোট কেন্দ্রে, ০১ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে, ০২ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোট।
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ০৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে, ০৭ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে ০২টি কেন্দ্রে, ০২ এবং ০৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে, ০৫ এবং ০৮ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোট হবে; এবং ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য।
সমভোট পাওয়াদের মধ্যে যেসব ইউপিতে পুনঃভোট চলছে:
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের ০৪ নং সাধারনণ ওয়ার্ডে ভোট; কুমিল্লা জেলর মুরাদনগর উপজেলার বাংগরা পূর্ব ইউনিয়নের ০১ নং সাধারণ ওয়ার্ডে; গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ০৮ নং সাধারণ ওয়ার্ডে; সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ০২ নং সাধারণ ওয়ার্ড; ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউপির ০৩ নং সাধারণ ওয়ার্ড; দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউপির ০৬ নং সাধারণ ওয়ার্ড; গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউপির ০১ নং সাধারণ ওয়ার্ড; ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনীয়া ইউপির ০৯ নং সাধারণ ওয়ার্ড; দিনাজপুর জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউপির ০১ নং সাধারণ ওয়ার্ড; টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউপির ০৩ নং সাধারণ ওয়ার্ড; এবং খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির ০৬ নং সাধারণ ওয়ার্ডে ভোট হবে।
বিভি/এইচকে/এইচএস
মন্তব্য করুন: