• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

কল্যাণপুর বস্তিতে আগুনঃ ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার পাবে ৫০০০ টাকা

প্রকাশিত: ১০:৩৮, ২২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কল্যাণপুর বস্তিতে আগুনঃ ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার পাবে ৫০০০ টাকা

কল্যাণপুর বস্তিতে আগুনের দৃশ্য

গত রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহু বাড়িঘর আগুনে ভস্মীভূত হয়েছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

স্বল্প ও নিম্ন আয়ের মানুষের শেষ সম্বলটুকুও আগুনে পুড়ে ছাঁই হয়েছে। তাদের প্রতি মানবিক আচরণেই এই সহায়তা দিচ্ছে ডিএনসিসি। সোমবার (২১ মার্চ) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বস্তিতে অগ্নিকাণ্ডের পর মেয়র আতিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত ২৭৯টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া নির্দেশনা দেন। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ডিএনসিসি।

রবিবার রাতের ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সময়j লেগেছিল প্রায় দেড় ঘণ্টা। এ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2