• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু হয়েছিলো বঙ্গবন্ধুর নেতৃত্বে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২২:০৯, ২৩ মার্চ ২০২২

আপডেট: ২২:১০, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু হয়েছিলো বঙ্গবন্ধুর নেতৃত্বে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে উন্নত জাতি গঠনে চলচ্চিত্রশিল্প বড় ভূমিকা রাখতে পারে। 

বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায়  একথা বলেন তিনি।

ড. হাছান বলেন, ‘আজকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন যেমন হয়েছে, তেমনি মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে একটি উন্নত জাতি গঠন করার লক্ষ্যেও তিনি কাজ করে যাচ্ছেন। এজন্য যে সাংস্কৃতিক আন্দোলন ও শিল্প-সংস্কৃতির বিকাশ প্রয়োজন, চলচ্চিত্রশিল্প সে ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে।

দেশে চলচ্চিত্রশিল্পের সূচনা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন পাকিস্তান রাষ্ট্রব্যবস্থায় বাঙালির মুক্তি নিহিত নেই বরং তারা আমাদের কৃষ্টি, ভাষা, সংস্কৃতির ওপর আঘাত হানছে। তাই প্রাদেশিক শিল্পমন্ত্রী থাকাকালে এই জনপদের কৃষ্টি-সংস্কৃতি রক্ষা ও চলচ্চিত্রশিল্পের বিকাশের লক্ষ্যে তিনি ১৯৫৭ সালে প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিল উত্থাপন করেন। সেই থেকে এই দেশে চলচ্চিত্রশিল্পের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু। এরপর বহু কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং অনেক চলচ্চিত্র আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলনে, স্বাধীনতাসংগ্রামে ও স্বাধীনতা-পরবর্তী দেশ গঠনে ভূমিকা রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু হয়েছে, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সেই চলচ্চিত্রশিল্প শুধু স্বর্ণালি দিনই ফিরে পাবে না, বিশ্ব দরবারে স্থানও করে নেবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন এবং তাঁর পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিজয়ীদের হাতে চলচ্চিত্র পুরস্কার-২০২০ তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ও মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন এসময় বক্তব্য দেন।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2