• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ফেরার দিনক্ষণ জানিয়ে সপরিবারে লন্ডন গেলেন ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ১৯:১১, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ফেরার দিনক্ষণ জানিয়ে সপরিবারে লন্ডন গেলেন ডা. জাফরুল্লাহ

২২ দিনের সফরে পুরো পরিবারকে সাথে নিয়ে লন্ডনে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। লন্ডনে যাত্রার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরী। শুক্রবার (২৫ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান। তিনি আরও জানান, ২২ দিনের এই সফর শেষে আগামী ১৬ এপ্রিল জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশে ফিরে আসবেন।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, যুক্তরাজ্যে হাউস অব কমন্সে একটি পুরস্কার গ্রহণের জন্য লন্ডনে গেছেন জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৯ মার্চ দুপুরে হাউস অব কমন্সে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ এর উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, লন্ডনে থাকাকালীন তিনি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে বক্তব্য রাখবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2