• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উত্থাপিত জেলা পরিষদ আইন সংশোধনের দাবি চেয়ারম্যানদের

প্রকাশিত: ২০:৩০, ৩০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
উত্থাপিত জেলা পরিষদ আইন সংশোধনের দাবি চেয়ারম্যানদের

মহান জাতীয় সংসদে উত্থাপিত জেলা পরিষদ আইন ২০২২ এর সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম। বুধবার (৩০ মার্চ) সংগঠনটির আহ্বায়ক আলহাজ্ব মো. মহিউদ্দিন এবং সদস্য সচিব মো. মহিউদ্দিন মহারাজ স্বাক্ষরিত একটি চিঠি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদকে কার্যকর করতে হলে চেয়ারম্যানদের পদমর্যাদা নির্ধারণ করা আবশ্যক। পাশাপাশি জেলা পরিষদের সদস্যদের কর্মপরিধিও আইনের দ্বারা সুস্পষ্ট হওয়া দরকার। প্রস্তাবিত আইনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র ও প্রযোজ্য ক্ষেত্রে সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধিকে পদাধিকার বলে জেলা পরিষদের সভায় অংশগ্রহণের সুযোগ দেয়া হলে নির্বাচিত পরিষদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।

উপজেলার পরিবর্তে আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে জেলা পরিষদের ওয়ার্ড গঠন করার কথাও বলা হয় ওই চিঠিতে।

বৃহস্পতিবার (৩১) মার্চ জেলা পরিষদ আইন ২০২২ জাতীয় সংসদের কার্যতালিকায় রয়েছে।

 

বিভি/এনএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2