• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল শুরুর ঘোষণা

প্রকাশিত: ১২:৫০, ১৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল শুরুর ঘোষণা

রেলের রানিং স্টাফদের ধর্মঘটে ভোর থেকে বন্ধ থাকার পর চালু হচ্ছে ট্রেন চলাচল। বেলা ১২টার দিকে আন্দোলনকারী স্টাফরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলে আবারও ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে ট্রেন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত ডিউটি ভাতা অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিলের প্রতিবাদ জানিয়ে বুধবার (১৩ এপ্রিল) ভোর থেকে রেলের চালক, শ্রমিক ও কর্মচারিরা কর্মবিরতি শুরু করেন। এতে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

পরে বেলা পৌঁনে ১১টার দিকে ধর্মঘট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং সচিব হুমায়ুন কবির। মন্ত্রীর সঙ্গে আলোচনার পরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারী স্টাফরা। 

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2