• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিউ মার্কেটে রক্তক্ষয়ী সংঘর্ষ: সিসিটিভির ফুটেজে জানা গেলো আসল কারণ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ২০ এপ্রিল ২০২২

আপডেট: ০০:১৩, ২০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ (২২) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে বাটা সিগনালে একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতো। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক এলাহী। নিহত নাহিদের বাবা নাদিম হোসেন। তাদের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর দেওয়ানবাড়ী এলাকায়।

জানা গেছে, নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত ওই মার্কেটের দুটি ফাস্ট ফুডের দোকানের কর্মীদের নিজেদের বিরোধ থেকে। ঢাকা কলেজ শিক্ষার্থীদের চাঁদাবাজি বা খাবারের দোকানে কম মূল্য পরিশোধ নয়, বরং নিউ মার্কেটের দুটি ফাস্টফুডের দোকানের কর্মচারীদের নিজেদের বিবাদ থেকে সংঘাতের শুরু। এরপর বিবাদে একপক্ষকে শায়েস্তা করতে অন্যপক্ষ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ডেকে আনে। পরবর্তীতে এটিই ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে রূপ নেয়। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2