• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দোকান খোলার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের ঈদ আনন্দ করতে বললেন অধ্যক্ষ

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫১, ২০ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:৫৪, ২০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দোকান খোলার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের ঈদ আনন্দ করতে বললেন অধ্যক্ষ

শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ঈদের ছুটি কাটানোর পরামর্শ দিয়েছেন ঢাকা কলেজর অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)  অধ্যাপক এটিএম মইনুল হোসেন। ( ২০ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এটিএম মইনুল হোসেন বলেন, ব্যবসায়ীরা দোকান খোলার বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সাথে কোন রকম আলোচনা করা হয় নাই। আলোচনা ছাড়া এভাবে দোকান খোলার সিদ্ধান্ত যৌক্তিক মনে করছি না। 

ঘটনার রাতে পুলিশের ভূমিকাও বাড়াবাড়ি ছিল বলেন তিনি। তবে এর পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন এখন পর্যন্ত আইনি কোন পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন আপনারা তাদের সঙ্গে কোন যোগাযোগ করেন নি।  সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এটিএম মইনুল হোসেন বলেন, সংঘর্ষের দিন আমরা তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু তাদের আক্রমনের মুখে আর সামনে যেতে পারিনি।

বিভি/এসআরটি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2