• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কৃষি পণ্যের চাহিদা অনুযায়ী গবেষণা কার্যক্রম গ্রহণের সুপারিশ

প্রকাশিত: ১৮:২১, ২০ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:১৮, ২০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
কৃষি পণ্যের চাহিদা অনুযায়ী গবেষণা কার্যক্রম গ্রহণের সুপারিশ

মানুষের দৈনন্দিন কৃষি পণ্যের চাহিদার ক্রমানুযায়ী গুরুত্ব বিবেচনায় গবেষণা কার্যক্রম গ্রহণ করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। 

বুধবার (২০ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এমন সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরন, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী বৈঠকের সুপারিশগুলোর অগ্রগতি-বাস্তবায়ন ও কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। 
চলতি মৌসুমের বোরোর ক্ষতি পুষিয়ে নিতে আগামী মৌসুমে ধানের আবাদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2