• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

চরম গরমে রাজধানীতে আজও স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ১৫:৩৮, ২২ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:২৬, ২২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
চরম গরমে রাজধানীতে আজও স্বস্তির বৃষ্টি

বৃষ্টির আগে আকাশজুড়ে নামে কালো মেঘ। কারওয়ানবাজার এলাকা থেকে তোলা ছবি

বাংলা বছরের শুরু থেকেই কালবৈশাখীর প্রভাব দেখা যাচ্ছে রাজধানীতে। দুদিন আগে তীব্র বৃষ্টিপাতে ভোগান্তির সাথে স্বস্তিও নেমে এসেছিলো রাজধানীজুড়ে। আজ শুক্রবার (২২ এপ্রিল) দুপুরের পরও হঠাৎ করেই নামে স্বস্তির বৃষ্টি। যেখানে জুমার নামাজের পরও ছিল তীব্র গরম, সেখানে বিকাল ৩টার পর শুরু হয় বৃষ্টি।

তীব্র রোদ্রের মধ্যে হঠাৎ আাকাশজুড়ে নামে কালো মেঘ। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বাড়ে বাতাসের গতিও। এক পর্যায়ে সাড়ে তিনটার কিছুক্ষণ আগে ঝনঝনিয়ে নামে বৃষ্টি। পথচারীদের মধ্যে দেখা যায় ব্যস্ততা। ফুটপাথ ও হকারদের মধ্যে দেখা দেয় অস্বস্তি। তবুও বৃষ্টি নামায় খুশি নগরবাসী।

হঠাৎ বৃষ্টিতে বেড়ে যায় ব্যস্ততা। কারওয়ানবাজার এলাকা থেকে তোলা ছবি।

রাজধানীর ফার্মগেট, পান্থপথ ও কারওয়ানবাজার এলাকায় নামে এই বৃষ্টি। সাথে তীব্র বাতাসও পরিলক্ষতি হয় এসব এলাকায়। ছুটির দিন হওয়ায় বেশিরভাগ সাধারণ মানুষ বেরিয়েছিলেন ঈদের কেনাকাটা করতে। তাদের মধ্যেও ছিল অস্বস্তি। 

ইফতারের কিছুটা আগ মুহূর্তে এই বৃষ্টিতে ফুটপাথের ব্যবসায়ীদের মধ্যে দোকান সামলানোর ব্যস্ততা ছিল। দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যগণও কিছুটা ভোগান্তির মধ্যে পড়েন।

তবে সব মিলিয়ে তীব্র গরমের মধ্যে হালকা বাতাসের সাথে কিছুটা বৃষ্টি উপভোগ করেছেন অনেকেই।  

 

বিভি/এজেড

মন্তব্য করুন: