• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিকল্প মাঠ না দিলে তেঁতুলতলায় থানার ভবন নির্মাণ করতে দেওয়া হবে না

প্রকাশিত: ০৭:১৮, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বিকল্প মাঠ না দিলে তেঁতুলতলায় থানার ভবন নির্মাণ করতে দেওয়া হবে না

কলাবাগান থানায় ১৩ ঘণ্টা আটক থাকার পর মুক্ত সৈয়দা রত্নাকে জড়িয়ে ধরেন নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান

কলাবাগানে শিশুদের খেলার মাঠ একটিই। বিকল্প খেলার মাঠের সন্ধান না দিয়ে তেঁতুলতলা মাঠে কোনোভাবেই থানার ভবন করতে দেওয়া হবে না। প্রয়োজনে টানা আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা।

রবিবার (২৪ এপ্রিল) রাতে কলাবাগান থানার সামনে থেকে অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণার সময় এই হুঁশিয়ারি দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে সেদিন দুপুরে এই মাঠরক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ায় ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে আটক করা হয়। মা ও ছেলের মুক্তির দাবিতে রাত ২টা পর্যন্ত থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী ও পরিবেশবাদীরা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ রত্না আপা ও তাঁর ছেলেকে যেভাবে ছেড়ে দিয়েছে, তেমনি ওই মাঠে থানার ভবন নির্মাণ থেকে পুলিশ সরে আসবে বলে আমি আশা করছি। ওই এলাকায় শিশুদের জন্য খেলার মাঠ একটিই। বিকল্প মাঠের সন্ধান না দিলে সেখানে থানার ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। এজন্য আন্দোলন চলবে।

উল্লেখ্য, পান্থপথের স্কয়ার হাসপাতালের উল্টো দিকের খোলা জায়গাটি তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। সেখানে স্থানীয় শিশুরা খেলাধুলা করে। পাশাপাশি মাঠটিতে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়। এই মাঠে কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এর প্রতিবাদ করছেন স্থানীয় লোকজন। 

মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী গত ৪ ফেব্রুয়ারি পান্থপথের কনকর্ড টাওয়ারের সামনে মানববন্ধন করেন। ‘কলাবাগান এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে স্থানীয় শিশু-কিশোর ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ওই মানববন্ধনের সংগঠকদের অন্যতম ছিলেন সৈয়দা রত্না।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2