তেঁতুলতলায় মাঠই থাকবে তবে পুলিশের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা নির্মাণ থেকে সরে আসছে পুলিশ। তবে জমিটি যেহেতু পুলিশের নামে অধিগ্রহণ করা হয়েছে সেটি পুলিশের সম্পত্তি হিসেবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জায়গাটি তো পুলিশের, এটি পুলিশেরই থাকবে। রক্ষণাবেক্ষণও করবে পুলিশ। প্রাচীর যতটুকু হয়েছে সেভাবেই থাকবে। আগে যেভাবে ব্যবহার হতো সেভাবেই এলাকাবাসী ব্যবহার করবেন। তারপরও যদি কোনো অসুবিধা হয় আমরা দেখবো।
তিনি আরও বলেন, ২০১৭ সালে আমরা ওই জায়গাটির জন্য আবেদন করেছিলাম। তবে খোঁজ নিয়ে দেখলাম ওই এলাকায় খেলার জায়গা নেই। প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, বিনোদনের কিছু নেই সেজন্য তিনি বলেছেন, পুলিশের জমি সেভাবে থাকুক। কোনো কনস্ট্রাকশন যেন না হয়। যেভাবে চলছে চলতে থাকুক। এটাই আমাদের সিদ্ধান্ত।
কলাবাগান থানা কোথায় হবে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, সেটা আমরা দেখবো। ভবিষ্যতের কথা ভবিষ্যতে। এখন আপাতত কিছু হচ্ছে না। নির্মাণ কাজ তো অবশ্যই বন্ধ থাকবে। খেলার মাঠের জন্য উপযোগী জায়গা সেটি নয়। যেভাবে ইউজ করা হচ্ছিলো, সেই এলাকার লোক যেভাবে ইউজ করছে সেভাবেই থাকবে।
বিভি/কেএস
মন্তব্য করুন: