• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বিজিএমইএ’র তালিকাভুক্ত শতভাগ কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ

প্রকাশিত: ২১:১৩, ৩০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বিজিএমইএ’র তালিকাভুক্ত শতভাগ কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সমিতি বিজিএমইএ- এর তালিকাভূক্ত শতভাগ পোশাক কারখানা শ্রমিকদের দেয়া হয়েছে ঈদ বোনাস। এছাড়াও পাঁচটি বাদে সব কারখানার শ্রমিকরা পেয়েছেন চলতি মাসের বেতনও। এমনটা জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। 

ঈদের আগে আজ শনিবার (৩০ এপ্রিল) শেষ অফিস করেছেন পোশাক শ্রমিকরা।  রবিবার মহান মে দিবস। তাই ঈদের আগে শনিবারই শেষ অফিস শ্রমিকদের। অফিস শেষে করেই নাড়ির টানে বাড়ী ছুটছেন তারা। 

অন্য বছরগুলোতে শ্রমিকদের ঈদের বোনাস নিয়ে কম বেশি ঝামেলা হলেও এবার তা দৃশ্যমান নয়। শ্রমিকরাও জানিয়েছেন সন্তুষ্টির কথা। 

শ্রমিক নেতারা বলছেন, কয়েক দিন আগে রাজধানীর উত্তরায় এক পোশাক কারখানায় বেতন নিয়ে সমস্যা হলেও শেষ পর্যন্ত ঈদ ভালো মতোই করতে পারবেন শ্রমিকরা।    

শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি বলেন, ঈদের আগেই বেতন-বোনাস দিলে শ্রমিকদের উৎসবটা পরিপূর্ণ হয়। এবারের মতো প্রতি বছর ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করে দিলে শ্রমিকরা বিক্ষোভের মতো ঝামেলায় যাবে না।

অতীতের তিক্ত অভিজ্ঞতায় শ্রমিকদের ঈদের বোনাস-বেতন নিয়ে বেশ আগে থেকে কাজ করেছে বিজিএমইএ জানালেন দায়িত্বশীলরা। তারাও সুষ্ঠু পরিবেশে শ্রমিকদের ছুটিতে পাঠিয়ে বেশ আনন্দিত।

বিজিএমইএ পরিচালক খসরু চৌধুরী জানান, অন্যান্য বছর কিছু কারখানার বেতন-বোনাস নিয়ে ঝামেলা হওয়ায় শ্রমিকরা রাস্তায় নামেন। এই অভিজ্ঞতা থেকে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছিলাম শতভাগ বেতন-বোনাস পরিশোধের। সেভাবেই সবকিছু সম্পন্ন হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2