• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আজ রাত ১০টা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ৩ মে ২০২২

আপডেট: ২১:৪০, ৩ মে ২০২২

ফন্ট সাইজ
আজ রাত ১০টা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসের চুলা-ফাইল ছবি

সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

মঙ্গলবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ জন্য রাজধানীর কিছু এলাকায় রাত ১০টার পর গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪৮ ঘণ্টা ঢাকার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের সংকট বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে গত ২৯ এপ্রিল শুক্রবার বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।

বিভি/এইচএস

মন্তব্য করুন: