• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বৃহস্পতিবার খুলছে অফিস, আগাম ছুটিতে অনেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ৪ মে ২০২২

আপডেট: ১৬:৫৯, ৪ মে ২০২২

ফন্ট সাইজ
বৃহস্পতিবার খুলছে অফিস, আগাম ছুটিতে অনেকে

ঈদের ছুটিতে ফাঁকা অফিস

পবিত্র ঈদুল ফিতরে ছয়দিনের ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার (৫ মে) অফিস খুলছে। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ বুধবার (৪ মে)। 

গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রবিবার) ছিলো মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই অনেকেই ঈদের আগেই ৫ মে’র ছুটি নিয়ে রেখেছেন। সে হিসাবে টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন তারা। সে হিসাবে আগামী ৮ মে অফিসগুলোতে পূর্ণ কর্মব্যস্ততা ফিরবে।

গেল দুই বছর করোনা সংক্রমণ রোধে ট্রেন, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। তাই এক মাস রোজা রাখার পর গত দুটি ঈদুল ফিতর গ্রামে থাকা প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে কাটাতে পারেননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার জন্য ঢাকায় আসা মানুষ।

এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় এখন অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা।

বিভি/এইচএস

মন্তব্য করুন: