• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাবির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু (ভিডিও)

প্রকাশিত: ১৪:৫৭, ২৯ মে ২০২২

আপডেট: ১৫:২৭, ২৯ মে ২০২২

ফন্ট সাইজ
ঢাবির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু (ভিডিও)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে পলাশ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। তার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

রবিবার (২৯ মে) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বেলা সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত পলাশের সহপাঠী তানজির নুর দেওয়ান জানান, তারা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকেন। দুপুরে আরেক বন্ধুর সাথে পলাশ হলের পুকুরে গোসল করতে নামেন। গোসল করার সময় তারা দুজনই সাঁতরে এপাড় থেকে ওপাড়ে যান। আবার ফেরার সময় পানিতে ডুবে যান পলাশ। পরে খবর পেয়ে হলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের  জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে নিয়ে এলে তাকে ওয়ান স্টপ ইয়ার্মেন্সি সেন্টারে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো সম্ভব হয়নি। বেলা ২টার দিকে মারা যান পলাশ।

শাহবাগ থানার উপ-পরিদশর্ক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, ৯৯৯ এর মাধ্যমে আমরা খবর পাই হলের পুকুরে এক শিক্ষর্থী ডুবে গেছে। তবে আমরা ঘটনাস্থলের দিকে রওনা দেওয়ার পরপরই শুনতে পাই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। 

 

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2