জনগণকেই সরকার নির্বাচনের সুযোগ দিতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, জনগণকেই তাদের সরকার নির্বাচনের সুযোগ দিতে হবে। নির্বাচন আন্তর্জাতিক মানের এবং গ্রহণযোগ্য হতে হবে বলে জানান তিনি। র্যাবের ওপর এখনই নিষেধাজ্ঞা উঠছে না জানিয়ে তিনি বলেন, এ বাহিনীর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিক্যাব টকের আয়োজন করে। এতে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গত পঞ্চাশ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের আর ভাল কোন বন্ধু ছিল না। আগামী দিনগুলোতেই যুক্তরাষ্ট্র অন্য সবার চেয়ে ভাল বন্ধু থাকবে বলে জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা বলেন।
বাংলাদেশের আভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে কথা বলে বিদেশীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার নিয়ে তারা কথা বলেই যাবেন। তিনি বলেন, আমরা র্যাবকে সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চাই। তবে তাদের মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।
বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের জন্য হুমকি তৈরি করছে উল্লেখ করে তাদের স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
বিভি/এজেড
মন্তব্য করুন: