১৩তম ২৫০০ নিবন্ধনধারীকে নিয়োগের নির্দেশ

১৩তম নিবন্ধনধারী ২৫০০ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের আদালতের রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে। বুধবার (১ জুন) বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রিটের পক্ষে অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মো. ফারুক হোসেন শুনানি করেন।
অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া গণমাধ্যমকে বলেন, ২০১৬ সালে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলি, রিটেন, ভাইভার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করে এনটিআরসিএ। কিন্তু তাদের নিয়োগ দেওয়া হয়নি। পরে উত্তীর্ণরা হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে তাদের নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়ে এই রায় দেন আদালত।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য একটি রায়ের মাধ্যমে ১৩তম নিবন্ধনধারীদের ২২০৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: