• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর জীবনের লক্ষ্য ছিল বাঙালির মুক্তি: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:০৯, ৭ জুন ২০২২

আপডেট: ১৩:৪৭, ৭ জুন ২০২২

ফন্ট সাইজ
বঙ্গবন্ধুর জীবনের লক্ষ্য ছিল বাঙালির মুক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন পশ্চিম পাকিস্তানিদের শোষণ-বঞ্চনা থেকে বাংলার জনগণকে মুক্তি দিতে। তার জীবনের লক্ষ্যই ছিল বাংলার জনগণের মুক্তি। বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ছিল বাঙালি জাতিগোষ্ঠীকে একটি মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা।

মঙ্গলবার (৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

ছয় দফা নিয়ে শেখ হাসিনা বলেন, 'ছয় দফা নিয়ে অনেকে অনেক কথা বলেন। ছয় দফার প্রবর্তক বঙ্গবন্ধু নিজেই। তিনি তখন আলফা ইন্সুরেন্সে চাকরি করতেন। হানিফ সাহেব তখন বিএ পাস করেছেন। তাকে নিয়ে আসেন জাতির পিতা। বঙ্গবন্ধু যখন বলতেন তখন হানিফ সাহেব ছয় দফা ড্রাফট করতেন। ছয় দফা সম্পর্কে শুধু জানতেন হানিফ। কারণ তিনিই এই ছয় দফা বাংলা ও ইংরেজিতে টাইপ করে দিয়েছিলেন।'

বিস্তারিত আসছে...

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2