• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী

প্রকাশিত: ১৯:৫০, ৭ জুন ২০২২

ফন্ট সাইজ
রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী

রাজধানীতে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে। সোমবার (৬ জুন) সকাল থেকে মঙ্গলবার (৭ জুন) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগ রাজধানী ঢাকার বাসিন্দা। সারা দেশে ৭৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে ৭০ জন ভর্তি ছিলেন রাজধানীর সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে। সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বিকেল পর্যন্ত এই হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী ছিলেন।

গত বছরের এ সময়ের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান বলছে, গত মাসে সারা দেশের সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। সেখানে এ মাসের প্রথম সাত দিনেই ভর্তি হয়েছেন ১১১ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ১২০ জন। এ বছর একই সময়ে রোগীর সংখ্যা ৪৬৩ জন। তবে এ বছর এখনও ডেঙ্গুতে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার মৌসুমী মশা জরিপের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এ বছর রাজধানীতে মশা বেশি দেখা যাচ্ছে। সেই হিসেবে জনস্বাস্থ্যবিদ ও কীটতত্ত্ববিদরা আশঙ্কা প্রকাশ করেছেন যে চলতি বছর আবার বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2