• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

করমুক্ত আয়ের সীমা বাড়েনি

প্রকাশিত: ১৯:৩৮, ৯ জুন ২০২২

ফন্ট সাইজ
করমুক্ত আয়ের সীমা বাড়েনি

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। এই সীমা গত বাজেটের মতো তিন লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে দেওয়া প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান। তিনি বলেন, ‘২০০৯-১০ অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ছিল মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকা, যা ক্রমান্বয়ে বাড়িয়ে ২০২০-২১ অর্থবছরে তিন লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পরবর্তী অর্থবছরেও এই সীমা বহাল রাখা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রেও এ বিষয়টি বিবেচনা করা হয়েছে।’

অর্থমন্ত্রী করমুক্ত আয়ের সীমা বিষয়ে আরও বলেন, ‘নারী করদাতা, জ্যেষ্ঠ করদাতা, প্রতিবন্ধী করদাতা, তৃতীয় লিঙ্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের এই সীমা আরও বেশি। সরকারের এই যুগোপযোগী করনীতির ফলে করদাতাদের মধ্যে যেমন কর পরিপালনে আগ্রহ তৈরি হয়েছে, তেমনি দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বেড়েছে।’

এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2