• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মানুষের আয় বেড়েছে, দুই মাসে চালের দাম বাড়েনি: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১৭:৪২, ১০ জুন ২০২২

ফন্ট সাইজ
মানুষের আয় বেড়েছে, দুই মাসে চালের দাম বাড়েনি: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের আয় বেড়েছে কিন্তু ‌‌দুই মাসে চালের দাম বাড়েনি। বাজারে মোটা চালের দাম ৪৩ থেকে ৪৬ টাকা। চিকন চালের দাম বর্তমানে ৬৫/৬৬ টাকা। কিছু ক্ষেত্রে ৭০ টাকাও হতে পারে। সারাদেশের মানুষের চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে।

শুক্রবার (১০ জুন) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

কৃষিমন্ত্রী এ সময় বলেন, ‘গ্রামবাংলার ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠী চাল খায়। চাহিদা মিটিয়ে সরকার এসব মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।’

আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘পটাশিয়াম সার আগে আমরা ৩০০ থেকে ৩৫০ ডলারে (প্রতি টন) কিনতাম। গত কেনাকাটার সময় ১২০০ ডলার লেগেছে। তার মানে বলা যায় চার গুণ বেড়েছে। সারে আমরা অনেক বেশি ভর্তুকি দিচ্ছি। এটা না দিলে কৃষক ক্ষতিগ্রস্ত হতেন, উৎপাদন কমে যেত। আমরা এমনটা হতে দিইনি।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘মানুষের আয় বেড়েছে। সে কারণে আগে যারা এক মিল খেত এখন তারা দুই মিল খান। খাদ্যে আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। খাবারের জন্য দুর্ভিক্ষ, হাহাকার— এসব হবে না, ইনশাল্লাহ। তবে গমের দাম বেড়েছে। আটার দাম যখন বাড়ে তখন চালের ওপর চাপ বেশি পড়ে। অন্যদিকে, বড় করপোরেট হাউজগুলো প্যাকেটজাত চাল বাজারজাত করছে, তাদের চালের দাম অনেক বেশি। আমি তাদের দাম জিজ্ঞাসা করেছি। তারা বলেছে, প্যাকেটজাত চাল ৮২ টাকায় বিক্রি করে। আমি বললাম, এই চাল তো খোলা বাজারে ৬৫ টাকায় বিক্রি হয়। তারা বললো, আমাদের চাল তো এই ৮২ টাকাতেই চলে, অনেক চাহিদ। মানুষ কিনতে পারে, তাই চাহিদা বেশি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান, অর্থ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2