• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাবেক সিইসি-ইসি-সচিবদের সংলাপ চলছে

প্রকাশিত: ১২:১৭, ১২ জুন ২০২২

আপডেট: ১২:১৯, ১২ জুন ২০২২

ফন্ট সাইজ
সাবেক সিইসি-ইসি-সচিবদের সংলাপ চলছে

ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে ১৩ মার্চ বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, ২২ মার্চ নাগরিক সমাজ, ৬ এপ্রিল প্রিণ্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র সাংবাদিক, ১৮ এপ্রিল ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিক এবং ৯ জুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন বিশেষজ্ঞদের (সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিব) সঙ্গে বসেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রবিবার (১২ জুন) সকাল ১১টায় সংলাপ শুরু হয়।

ইসির সংলাপে যারা উপস্থিত রয়েছেন-সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মো. আব্দুর রউফ, ড. এটিএম শামসুল হুদা ও কে এম নূরুল হুদা।

উপস্থিত আছেন, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মাদ আবু হাফিজ ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সাবেক সচিব ড. মোহাম্মাদ সাদিক ও সচিব মোহাম্মাদ আবদুল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও সাবেক অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।

এছাড়া চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব উপস্থিত রয়েছেন।

বিভি/এইচকে/এনএ

বিভি/এইচকে/এনএ

মন্তব্য করুন: